বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে সেবা

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছালো বিশা ও পার্শ্ববর্তী এলাকায়

জেদ্দা, সৌদি আরব:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলেট সেবা পৌঁছে দিতে সম্প্রতি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহর বিশা এবং এর পার্শ্ববর্তী এলাকায় একটি প্রতিনিধি দল সফর করে। কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে এ সফর অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন পাসপোর্ট ও ভিসা, শ্রম কল্যাণ, কনস্যুলার এবং সোনালী ব্যাংকের কর্মকর্তারা। দুইদিনব্যাপী এ কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয়, যার মধ্যে ছিল পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, বিভিন্ন ডকুমেন্টের সত্যায়ন, ট্রাভেল পারমিট ইস্যু, জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ, আইনি সহায়তা ও প্রয়োজনীয় চিঠিপত্র সরবরাহ, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধন ও বিতরণ, সোনালী ব্যাংকে হিসাব খোলা এবং বন্ড ক্রয়সহ অন্যান্য প্রয়োজনীয় সেবা।

সেবাগ্রহীতাদের ই-পাসপোর্ট গ্রহণে উৎসাহিত করা হয় এবং সবাইকে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেওয়া হয়। এছাড়াও প্রবাসীদের স্থানীয় আইন ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

সফরের প্রথম দিন রাতে বিশা অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের গুরুত্ব, সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই উদ্যোগ প্রবাসীদের সঙ্গে সরকারের সেবা ও যোগাযোগ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।