বিএসএফ কর্তৃক পীরগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশীকে পুশ ইন ॥ বিজিবি কর্তৃক আটক

লেখক: শেখ সমশের আলী
প্রকাশ: ১ মাস আগে

মঙ্গলবার গভীর রাতে পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে বিএসএফ ১৩ বাংলাদেশী কে বাংলাদেশের সীমানায় পুশ ইন করেছে। ওই সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি’র) আওতাধীন ফকিরগঞ্জ বিওপি সদস্যরা দায়িত্ব পালন করার সময় ১৩ জনকে আটক করেন। আটক কৃতরা ১০/১৫ বছর আগে দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতের দিল্লিতে কাজের জন্য গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জনা গেছে। সম্প্রতি দিল্লি পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং সোমবার রাতে বাংলাদেশে প্রেরণ করার জন্যে ভারতীয় সীমান্তে নিয়ে আসে। মঙ্গলবার গভীর রাতে বিএসএফ কর্তৃপক্ষ তাদেরকে ফরিকগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রেরণ করেন। ওই সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো
জাহিদুল ইসলাম (৩৯), রুজিনা বেগম (২৩), রমজান আলী (৪), শাহিন (২৮), রোজিনা বেগম (২৫), মুর্শিদা বেগম (৭), ইয়াসিন (১০), আবু বক্কর (৩) শরিফুল ইসলাম (৩১), নুর নাহার (২৫), নুর আলম (৯), সুমাইয়া (৭) ও সুমনা আক্তার (৫)। আটক কৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

  • বিএসএফ কর্তৃক পীরগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশীকে পুশ ইন ॥ বিজিবি কর্তৃক আটক