আষাঢ় মাসে

লেখক: এম এম মিজান
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

আষাঢ় মাসে বৃষ্টি পরে।
নদী, নালা খাল বিল ভরে
মাছেরা পায় প্রাণ
আষাঢ় মাসে বৃষ্টি হলে
চারদিকে থই থই জলে
বাতাসে কদমের ঘ্রাণ।
আষাঢ় মাসে বৃষ্টির তোড়ে
কুল ভাঙে জোরেশোরে,
মানুষ হয় গৃহ হারা।
আষাঢ় মাসে বৃষ্টি পেলে
প্রকৃতি প্রাণ চাঞ্চল্য মেলে
বৃক্ষরাজি দেয় গা ঝাড়া।
আষাঢ় মাসে বৃষ্টি দেখে
কবি সাহিত্যেক কত লেখে”
মায়েরা বুনে কাঁথা
আষাঢ় মাসে বৃষ্টি হলে,
গরীব কর্মহীন থাকলে,
নিভৃতে ঠুকে মাথা।
আষাঢ় মাসে বৃষ্টির শব্দ
ঘুম কে দারুণ করে জব্দ
ঘুমিয়ে দিন পার!
আষাঢ় মাসে বৃষ্টির জেরে
গরীব মানুষ কাজ- কাম ছেড়ে
পায়না আহার!
লেখক- সহকারী শিক্ষক,দালালপুর এস যে পাড়া মহিলা মাদ্রাসা,বোরহানউদ্দিন, ভোলা 
  • আষাঢ় মাসে