নতুন জীবনের পথে পা রাখলেন দৈনিক জাতীয় স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনজার শাহ। মঙ্গলবার (১২ জুন) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি হারিসুর রহমান ও সেক্রেটারি শাহজালাল ইসলাম সজীব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তাদের ফেসবুক পোস্টে সাংবাদিক আনজার শাহ বিয়ের খবর জানান।
সাংবাদিক মোঃ আনজার শাহ কে শুভেচ্ছা জানিয়ে তারা লিখেন-“জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা (সাংগঠনিক) বিভাগের সাংগঠনিক সম্পাদক বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়ন সোনাইমুড়ি গ্রামের সহকর্মী সাংবাদিক মোঃ আনজার শাহ -এর বিবাহের বৌভাত অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব শফিকুল আলম হেলাল সাহেব এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিক জনাব আবুল বাসার মজুমদার। আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা বিভাগীয় সভাপতি সাংবাদিক হারিসুর রহমান ও বিভাগীয় সেক্রেটারি সাংবাদিক শাহজালাল ভুইঁয়া সজীব। (১২ই জুন ২০২৫ ইং”)
উল্লেখ্য, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড ফেস সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনজার শাহ -এর সঙ্গে ফৌজিয়া আক্তারের (লিজা) শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। কুমিল্লা বরুড়া পয়েলগাছা ইউনিয়ন ভারুল হাট পুকুরিয়া নিবাসী পিতা: নুরুজ্জামান, মাতা: লুৎফুন্নাহারের দ্বিতীয় কন্যা ফৌজিয়া আক্তার (লিজা)।