পাওনা টাকার জন্য আত্মহত্যার চেষ্টা

লেখক: মোঃ আব্রাহাম লিংকন
প্রকাশ: ২ মাস আগে

নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা বিষকাকুনি ইউনিয়নের আবুল হাসিম বিষ পান করে আত্মহত্যা পথ বেছে নিয়েছিল! এলাকাবাসি আবুল হাসিমকে উদ্দার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়।আবুল হাসিমরে সঙ্গে কথা বলে জানতে চাইলে সে বলে আমি বাবুল মিয়ার কাছে দুই লক্ষ টাকা পাই সেই টাকা দিচ্ছে না তাই কোন পথ না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি।
বাবুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি। সরেজমিনে খবর নিয়ে জানা যায়, মোঃ সাইবআলী মাস্টার এর ছেলে বাবুল মিয়ার কাছে দুই লক্ষ টাকা পায় আবুল হাসিম । এক লক্ষ টাকা নগদ ও এক লক্ষ টাকা জমির ওপর সেই টাকা দিচ্ছেনা। কর্তব্যরত চিকিৎসক জানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া জরুরি। তা নাহলে যে কোন বড় ধরনের সমস্যা হতে পারে। পূর্বধলা থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার বলেন এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি ।
অনেকে নাম গোপন করে বলেছেন বাবুল মিয়া টাকা নিয়ে এখন দিচ্ছে না এই গঠনার জন্য বাবুল মিয়া দায়ী। এলাকাবাসী সকলেই বাবুল মিয়া শাস্তি দাবি করেন।

  • পাওনা টাকার জন্য আত্মহত্যার চেষ্টা