রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব  এর  জানাজা অনুষ্ঠিত

লেখক: প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকারের জানাজা আজ শনিবার (২১ জুন ২০২৫) বাদ যোহর, দুপুর ২ ঘটিকায় জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণে যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে গার্ড অফ অনার প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সর্বস্তরের জনতা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স বার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সহকর্মী আইনজীবীবৃন্দ।

উক্ত জানাজায় বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, ভাইস চেয়ারম্যান শাহজাদা কাযী আশিকুর রহমান হাশেমী ও মাওলানা রুহুল আমিন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সিনিয়র যুগ্ম মহা সচিব আল্লামা মাসুদ হোসাইন আলকাদেরী, সাংগঠনিক সম্পাদক মওলানা আবদুল মতিন,দপ্তর সম্পাদক ফিরোজ আলম, বিএসপির যুগ্ম মহাসচিব আসলাম হোসাইন, যুগ্ম মহাসচিব সোহেল সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়াসহ অগণিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে বিএসপি চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন।
একটি আবেগ আপ্লুত পরিবেশে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকারের শেষ ক্রিয়া সম্পন্ন করা হয়।

  • রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব  এর  জানাজা অনুষ্ঠিত