কবিতা

লেখক: এম এম মিজান
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মা 
—এম এম মিজান
 মা আমার পৃথিবী,
 মা আমার সুখ।
 মায়ের কথা শুনলে
, ঠান্ডা হয় বুক।
মা আমার বেহেশত
, মা আমার পুণ্য।
 মায়ের উদরে জন্মে,
 জীবন আমার ধন্য
। মা আমার আকাশ,
চাঁদের আলোয় ভরা।
মায়ের কারণে দুনিয়ায়,
নয়তো থাকতাম মরা।
মা আমার অক্সিজেন,
প্রতিমুহূর্তে প্রয়োজন।
মা ছাড়া ছাই হয়ে যায়,
 দুনিয়ার সব আয়োজন।
মা আমার জন্মদায়িনী,
দুনিয়া দেখার কারণ।
মায়ের মনে কষ্ট দেয়া,
সব ধর্মে ই বারণ।
 মা আমার জলের মতো,
না থাকলে বাঁচা দায়।
মা থাকলে সুখেই থাকি,
না থাকলে হায় হায়!
এম এম মিজান।
এসিস্ট্যান্ট টিচার,
দালালপুর এস যে পাড়া গার্লস মাদ্রাসা।
বোরহানউদ্দিন, ভোলা
  • “মা ” কবিতা