বাহরাইনে প্রবাসীর বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

লেখক:  সৈয়দ মামুন হোসেন,বাহরাইন
প্রকাশ: ৬ দিন আগে

স্থানীয় সময় শুক্রবার (জুন ২৭) রাত ৯ টায় বাংলাদেশ বিজনেস ফোরাম আলী বুরি শহরে নিজস্ব হল রুমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের আইন বিষয়ক সম্পাদক ও নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ এর পৃষ্ঠপোষক সোহেল মোল্লার পিতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করা হয়েছে।


বাংলাদেশ বিজনেস ফোরাম ও নবীনগর সমাজকল্যাণ ঐক্য পরিষদ যৌথ উদ্যোগে মিজানুর রহমানের সঞ্চালনায় বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকারের সভাপতিত্বে নোমান উদ্দিন মনিরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এতে স্মৃতিচারণ করেন
নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল মুন্সি ও সভাপতি কামাল হোসেন, দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন
বিজনেস ফোরামের সিনিয়র সহ-সভাপতি মকবুল আহমেদ।সোহেল মোল্লা আগত অতিথিবৃন্দের কাছে উনার পিতার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন : গিয়াস উদ্দিন মিয়াজী, মোহাম্মদ সেলিম, কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রফিক, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফ, আব্দুর রহমান, মোঃ শহীদ, মোঃ রনি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরু, সালাউদ্দিন, জয়নাল আবেদী,মোহাম্মদ জাহাঙ্গীর, শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা আলী হোসেন।

  • বাহরাইনে প্রবাসীর বাবার মৃত্যুতে দোয়া মাহফিল