ওমান প্রবাসী রবিউল হোসেনের পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক বুড়ো মসজিদ থেকে শুরু হোক এক নতুন সবুজ বিপ্লব-
সবুজে ফিরে যাওয়া মানেই জীবনের দিকে এগিয়ে যাওয়া
এই পৃথিবীতে এমন কিছু নিঃশব্দ কবিতা আছে, যেগুলোর ভাষা পত্রপল্লবের ঝিরঝিরে শব্দে রচিত। যেসব কবিতায় ব্যাকরণ নেই, তবুও হৃদয় কাঁপে।সেই কবিতাগুলোর নাম—বৃক্ষ।
একটি গাছ যখন মাটির বুক চিরে অঙ্কুরিত হয়, তখন প্রকৃতি স্বপ্ন দেখে— বিশুদ্ধ বাতাসের, অরুণাভ সূর্যের ছায়ায় দাঁড়িয়ে থাকা মানুষের, শিশুর হাসিতে জেগে উঠা পাখির কলতানের। গাছ শুধু নিঃশ্বাসের সহায়ক নয়—এ আমাদের নীরব রক্ষাকবচ। জলবায়ুর উন্মত্ত রূপ, খরায় পোড়া জমি, অপ্রতিরোধ্য বন্যা কিংবা দূষণে দমবন্ধ শহরের বিপন্ন সময়ের একমাত্র শক্ত প্রতিরোধক—একটি বৃক্ষ। আজ যে গাছ আপনি রোপণ করবেন, একদিন সেটিই হয়ে উঠবে আপনার সন্তানের বেঁচে থাকার ব্যাখ্যা। ভালোবাসা শুধু মানুষের জন্য নয়—ভালোবাসা মানে প্রকৃতির প্রতিও দায়িত্ব।
একটি বৃক্ষ রোপণ মানে, আমরা একটি প্রাণের হাতে তুলে দিচ্ছি আগামী পৃথিবী। একটি ছায়া দিচ্ছি ক্লান্ত পথিকের জন্য, একটি ঘর দিচ্ছি নিঃশ্বাস নেওয়া পাখির জন্য, একটি আশ্রয় রাখছি আমাদের ব্যস্ত জীবনের পাশে। গাছ আমাদের শেখায়—ধৈর্য, বিনয়, উদারতা। সে অক্লান্তভাবে দিয়ে যায়—অক্সিজেন, ফল, ছায়া, কাঠ, সৌন্দর্য—কোনো বিনিময় ছাড়াই। এই কারণে বৃক্ষরোপণ শুধু সামাজিক দায় নয়—এ এক আত্মিক সাধনা। গাছ লাগান, ইতিহাস গড়ুন এই ভাবনা থেকেই পরিবেশ বান্ধব সংগঠন Green Chattogram Alliance ৪ জুলাই, শুক্রবার (জুমার নামাজের পর) বোয়ালখালী উপজেলার শ্রীপুরে অবস্থিত ঐতিহাসিক বুড়ো মসজিদ প্রাঙ্গণে আয়োজন করেছে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি। এই আয়োজনের নেতৃত্বে রয়েছেন: জনাব মোঃ রহমত উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বোয়ালখালী—একজন মানবিক প্রশাসক জনাব মোঃ গোলাম সারোয়ার, অফিসার ইনচার্জ, বোয়ালখালী থানা—নন্দিত ও নির্ভরযোগ্য পুলিশ কর্মকর্তা পৃষ্ঠপোষকতায় আছেন:রবিউল হোসেন, ওমান প্রবাসী, মানবপ্রেমিক ও বোয়ালখালীর কৃতি সন্তান, যিনি প্রবাসেও নিজের জন্মভূমিকে হৃদয়ে ধারণ করেন সার্বিক ব্যবস্থাপনায়: মোঃ নুরুন্নবী চৌধুরী, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঐতিহাসিক বুড়ো মসজিদের মোতওয়াল্লী—বটবৃক্ষের মতো ছায়া হয়ে আছেন এই অঞ্চলের মানুষের পাশে।
কেন আপনি এই কর্মসূচিতে অংশ নেবেন? কারণ আপনার শিশুর ভবিষ্যৎ বিশুদ্ধ বাতাসের ওপর নির্ভরশীল কারণ প্রকৃতি ও প্রাণের বন্ধন মানবিক দায়িত্ব কারণ আপনি একজন সচেতন নাগরিক—এই পৃথিবী আপনার অমানত নয়, আমানত বৃক্ষরোপণের এই উদ্যোগ শুধু একটি চারা রোপণের কার্যক্রম নয়, এটি একটি সবুজ বোধের আন্দোলন, একটি নতুন পৃথিবীর স্বপ্নের বীজ। ঐতিহাসিক মসজিদের প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে শুরু হবে নতুন সবুজ অধ্যায়—সবুজে সাজবে বোয়ালখালী, সবুজে জেগে উঠবে মানবিক চেতনা। একটি গাছ মানেই একটি জীবন, একটি আশা, একটি নির্ভরতা।
এই বিশ্ব যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের অগ্নিকণায় জ্বলছে, নদী হারাচ্ছে পথ, বৃষ্টির মৌসুম হারাচ্ছে নিয়ম, নতুন রোগে আক্রান্ত হচ্ছে মানবদেহ— তখন একমাত্র প্রতিরোধক বৃক্ষ। গাছ শুধু আমাদের দিচ্ছে না—সে নিঃশব্দে, নিরবিচারে, নিঃস্বার্থভাবে আমাদের বাঁচিয়ে রাখছে। একটি ছোট্ট চারায় ভবিষ্যতের পৃথিবী লুকিয়ে আছে। তাই আসুন, আমরা একযোগে বলি—“এক গাছ, এক জীবন।”আয়োজক: Green Chattogram Alliance (চট্টগ্রামের প্রাণ-প্রকৃতি রক্ষায় আমাদের সরব পদচারণা) সৌজন্যে:রবিউল হোসেন, ওমান প্রবাসী ব্যবসায়ী, রেমিট্যান্স যোদ্ধা এবং বোয়ালখালীর গর্ব।
লেখক-সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক