গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

লেখক: মোঃ হেলাল উদ্দীন
প্রকাশ: ৭ ঘন্টা আগে

গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা: কালিবাড়ি থেকে বড় সাহাবাড়ি পর্যন্ত ধর্মীয় উৎসব উদযাপন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গলাচিপা কালিবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বড় সাহাবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে রথ টানেন ও ভক্তিগীতি পরিবেশন করেন। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা পূজার সাজে রঙ-বেরঙের পোশাকে অংশ নেন শোভাযাত্রায়।হাতে ফুল, ধূপ, ঢাক-ঢোল আর কীর্তনের মাধ্যমে চারপাশে ধর্মীয় আবহ সৃষ্টি হয়।রথযাত্রার শুরুতে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে, পুরোহিতদের নেতৃত্বে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রথে স্থাপন করে শোভাযাত্রা বের করা হয়।

গলাচিপা থানার পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করেন। ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রথযাত্রাকে প্রাণবন্ত করে তোলে। রথযাত্রা উপলক্ষে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

  • গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা