মোঃ মনির শাহর নেতৃত্বে মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির নবযাত্রা:— এরশাদ উল্লাহর নির্দেশে নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণা ও আনন্দ র্যালি”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের অধীনস্থ ৫নং মোহরা ওয়ার্ডে গঠিত হলো একটি নবীন, উজ্জীবিত ও ঐক্যবদ্ধ আহ্বায়ক কমিটি। ২৩ জুন ২০২৫, চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ঘোষিত এই কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হলে, মোহরা এলাকা আনন্দে মুখর হয়ে ওঠে। নবগঠিত কমিটির মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে ত্যাগী, পরিশ্রমী ও নেতাকর্মীদের প্রিয় মুখ মোঃ মনির শাহ, যিনি যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই পদে আসীন হওয়া শুধু একটি নামের ঘোষণা নয়, এটি ছিল পুরো ওয়ার্ডে বিএনপির নতুন প্রাণ সঞ্চারের বার্তা। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব জমুর রহমান, এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা-র সাহসী ও দূরদর্শী নেতৃত্বে ঘোষিত এই কমিটির প্রতিটি সদস্যকে আগামী ৪০ দিনের মধ্যে ইউনিট ও ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
আনন্দ র্যালি ও উচ্ছ্বাসের জোয়ার-নবগঠিত কমিটি, বিশেষ করে মনির শাহ-কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনয়নের খবরে মোহরা এলাকায় নেতাকর্মীদের মাঝে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। ৫নং মোহরা ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি, যা স্থানীয় রাজনীতিতে এক চমকপ্রদ দৃশ্যপট রচনা করে। র্যালিটি শুরু হয় মোহরা ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও একই স্থানে ফিরে আসে। র্যালিতে অংশগ্রহণ করেন শত শত নেতাকর্মী— কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও কণ্ঠে ছিল জয়ধ্বনি: “বেগম খালেদা জিয়ার মুক্তির আনন্দের কথা-“তারেক রহমানের নেতৃত্বে মুক্ত গণতন্ত্রের বাংলাদেশ চাই” “মোঃ মনির শাহ এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে” জননেতা এরশাদ উল্লাহর জিন্দাবাদ, এরশাদ ভাইয়ের নেতৃত্ব চট্টগ্রাম বিএনপি এগিয়ে যাবে- র্যালি চলাকালীন এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। চারদিকে ধ্বনিত হয় ঢোল, বাঁশি ও তালে-তালে দলীয় স্লোগান। অনেক নেতাকর্মী পরনে ছিলেন দলীয় প্রতীকসংবলিত টি-শার্ট, কারও হাতে ছিল পোস্টার ও ব্যানার, যেখানে লেখা —“আহ্বায়ক কমিটি জিন্দাবাদ, মোহরা বিএনপি ঐক্যবদ্ধ” নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ও আশাবাদ -র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা মহানগর বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—“এই কমিটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মোঃ মনির শাহ-র মতো সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতাকে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করায় আমরা চিরঋণী।” বক্তারা আরও বলেন, এই কমিটি ভবিষ্যতের রাজনৈতিক সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থেকে নেতৃত্ব দেবে। সমাপনী বার্তা-এই নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। এটা শুধু একটি সাংগঠনিক রূপান্তর নয়, বরং আন্দোলন-সংগ্রামে দৃপ্ত পদক্ষেপ। নেতাকর্মীরা আশা করছেন— “এই নেতৃত্বের হাত ধরেই ফিরবে গণতন্ত্র, ফিরবে দেশের স্বাধীন অস্তিত্বের গৌরব।” জিন্দাবাদ — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ — মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন জিন্দাবাদ — নেতৃত্বে মোঃ মনির শাহ, সংগঠনে নবপ্রাণের সঞ্চার