চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ২০২৫ সালের জন্য তাদের সাঁতার উপ-কমিটি পুনর্গঠন করেছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ্যাডহক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন কমিটি গঠন করা হয়।
এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সৌরভ প্রিয় পাল এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় সাঁতারু মোঃ মাহবুবুর রহমান সাগর।কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আরও যাঁরা:ভাইস চেয়ারম্যান: ওমর ফারুক সাগর,যুগ্ম সম্পাদক: মরওয়ানুল ইসলাম,সদস্য (সাধারণ): আলী হাসান রাজু, কাউন্সিলর,সিজেকেএস,রাশেদুল আলম,ইমরান এ্যামি,সুলতানুল আরেফীন, বিজয় ইনতেসার,আতাউল্লাহ বিন নূর রাজিবুল হক বাপ্পি পদাধিকার বলে অন্তর্ভুক্ত সদস্য: মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী, সদস্য, এ্যাডহক কমিটি,হাবিবুর রহমান জালাল, সদস্য, এ্যাডহক কমিটি,রিফাত বিন আনোয়ার, সদস্য, এ্যাডহক কমিটি,আরিফ মঈনুদ্দিন, সদস্য, এ্যাডহক কমিটি,সাইদুল ইসলাম মীর (ইবেন মীর), সদস্য, এ্যাডহক কমিটি, সদস্য সচিব: আবদুল বারী, জেলা ক্রীড়া কর্মকর্তা, চট্টগ্রাম ও সদস্য, এ্যাডহক কমিটি কমিটির দায়িত্ব ও কর্তব্য: ১. সিজেকেএস-এর ক্রীড়াপঞ্জি অনুযায়ী প্রথম বিভাগ সাঁতার প্রতিযোগিতাসহ সকল সাঁতার টুর্নামেন্টের আয়োজন ২. বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী প্রতিযোগী বাছাই ও প্রতিযোগিতা ব্যবস্থাপনা ৩. প্রয়োজনে কমিটি সংশোধন, পরিমার্জন বা বাতিল করার ক্ষমতা থাকবে সিজেকেএস এ্যাডহক কমিটির ৪. প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করার অধিকার থাকবে সিজেকেএস সভাপতি: ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্টগ্রাম সাধারণ সম্পাদক: (তথ্য প্রাপ্ত হয়নি) নতুন এই উপ-কমিটি চট্টগ্রামের সাঁতার খেলাকে আরও সুসংগঠিত ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকরা।