ভালোবাসার তিন রত্ন কাশিফ, কাইয়ান ও কাইয়াঁ আমার তিন “মিস্টি শত্রু”

লেখক: মো.কামাল উদ্দিন
প্রকাশ: ২ দিন আগে

“আমার তিন “শত্রু” — ভালোবাসার তিন রত্ন: কাশিফ, কাইয়ান ও কাইয়াঁ”
এই ছবিতে যাদের দেখছেন, এরা আমার প্রাণ, আমার নিশ্বাস, আমার জীবনভর জমানো ভালোবাসার আসল ঠিকানা—আমার দুই নাতি: কাশিফ, কাইয়ান ও নাতনি কাইয়াঁ। মজা করে আমি ওদের বলি “আমার তিন শত্রু।” কিন্তু এই শত্রুতায় নেই কোনো আক্রোশ, নেই কোনো দ্বন্দ্ব—বরং এতে আছে নিখাদ ভালোবাসার গভীর হাসি, দুষ্টুমির সঙ্গে জড়িয়ে থাকা এক অদ্ভুত মমতা।
ওরা তিনজনই পরেছে একই দলের জার্সি—MAD ANTS LEGENDS। ছোট ছোট মুখগুলোয় বিজয়ের গর্ব, চোখে স্বপ্নের দীপ্তি, আর হাসিতে যেন সারা পৃথিবীর আলো মিশে আছে। একসাথে বসে থাকা এই দৃশ্যটা আমার কাছে কেবল একটা মুহূর্ত নয়—এ যেন এক জীবনের প্রার্থনা, এক স্নেহের পূর্ণ প্রতিফলন।
কাশিফ—তিনজনের বড়। তার চোখে একরকম শান্ত নেতৃত্বের ছাপ। সে যেমন দায়িত্বশীল, তেমনি অনুভূতিপূর্ণ। ওর হাসিটা যেন আমার হৃদয়ে এক শীতল বাতাস বয়ে আনে। ও যখন কথা বলে, আমি মাঝে মাঝে নিজেকেই ভুলে যাই—ভাবি, এই ছেলেটার মধ্যে কী গভীর বোধ আর স্পষ্টতা!
কাইয়ান—মাঝখানে, সবচেয়ে প্রাণচঞ্চল আর কৌতূহলী। সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। ওর চোখে আছে প্রশ্ন, মুখে আছে গল্প, আর কণ্ঠে যেন রঙিন কল্পনার সুর। মাঝে মাঝে ওর প্রশ্নে আমি হিমশীতল হয়ে যাই—ভাবি, এতো ছোট একটা ছেলে কীভাবে এত বড় কথা বলে!
আর কাইয়াঁ—সবচেয়ে ছোট, কিন্তু আবেগ আর ভালোবাসায় সবচেয়ে বড়। তার হাসিটা যেন মন ভোলানো এক ফুলের মতো। দুষ্টুমি করে, আবার চোখে চোখ রাখলেই এসে জড়িয়ে ধরে—এই একটুকু মুহূর্তেই বুঝে ফেলি, জীবনে সব পেয়েছি। ও যেন আমার জীবনের সবচেয়ে কোমল অধ্যায়।
তিনজন একসাথে খেলছে, হাসছে, ঝগড়া করছে আবার মিলে যাচ্ছে—এই সবকিছু মিলিয়ে আমার দিনগুলো সার্থক হয়ে ওঠে। এই তিন শিশুর মধ্যে আমি খুঁজে পাই নতুন দিনের আলো, আমার অতীতের প্রতিবিম্ব, আর ভবিষ্যতের আশা। ওদের নিয়ে ভাবলেই মনে হয়, পৃথিবীটা এখনও সুন্দর, এখনও স্বপ্ন দেখার মতো।
আমার জীবনের অনেক কিছুই আমি সময়ের সঙ্গে ছেড়ে দিয়েছি—কিন্তু এই তিনজনের হাসি, হাত ধরা, দৌড়ঝাঁপ, কান্না, আর ছোট ছোট কথা—এসব আমি সযত্নে বুকে আগলে রাখি। কারণ ওরা কেবল আমার নাতি নয়, ওরা আমার জীবনযুদ্ধে জয় পাওয়া তিনটি বিজয়মাল্য।
শেষকথা:
কাশিফ, কাইয়ান আর কাইয়াঁ—তোমরা আমার হৃদয়ের গহীনে গাঁথা। তোমাদের নিয়ে আমি গর্বিত, আশাবাদী এবং সবচেয়ে বড় কথা—আমি পরিপূর্ণ। তোমরা আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী, যাদের হাত ধরে আমি শিখছি কীভাবে জীবনকে আবার নতুন করে ভালোবাসতে হয়।
তোমরা তিনজনই বড় হয়ে গিয়ো, কিন্তু দয়া করে আমার এই শত্রু-ভরা ভালোবাসা কোনোদিন ভুলে যেয়ো না।
ভালোবাসা ও দোয়া নিও, তোমাদের দাদুর পক্ষ থেকে।

  • কাইয়ান ও কাইয়াঁ আমার তিন "মিস্টি শত্রু"
  • ভালোবাসার তিন রত্ন কাশিফ