গলাচিপা রামনাবাদ নদীর ভাঙনে টেকসই বেড়িবাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন – দুর্ভোগে দক্ষিণাঞ্চলের মানুষ

লেখক: মোঃ হেলাল উদ্দীন
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ নদী রামনাবাদের তীরে টেকসই বেড়িবাঁধ ধসে পড়ায় ওই এলাকার আন্তঃজেলা সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছে এবং বিকল্প কোনো নিরাপদ পথ না থাকায় জরুরি চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টানা বৃষ্টি ও নদীর পানির তীব্র ঢেউয়ের কারণে বেড়িবাঁধের একটি বড় অংশ ধসে পড়ে। এই বেড়িবাঁধটি জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করত। ধসের ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং কৃষিপণ্য আনা-নেওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। পাউবো ও সংশ্লিষ্ট দপ্তরকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রামনাবাদ নদীর ভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত ব্যবস্থা না নিলে এই ধস আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

  • গলাচিপা রামনাবাদ নদীর ভাঙনে টেকসই বেড়িবাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন – দুর্ভোগে দক্ষিণাঞ্চলের মানুষ