গলাচিপায় জমি কেলেঙ্কারি: ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

লেখক: মোঃ হেলাল উদ্দীন গলাচিপা 
প্রকাশ: ৩ দিন আগে

পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা ভূমি অফিসের সামনে চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামের শত শত নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরবাংলায় জমি পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় ভূমিদস্যু সিরাজ খাঁ, জালাল তালুকদার, শাহজাহান তালুকদার, ফারুক মীর ও মজিবর হাওলাদার মিলে একটি সমিতি গঠন করে। ওই সমিতির সদস্যরা অসহায় খেটে খাওয়া মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও, বহিরাগত বিত্তবানদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিয়ে তাদের নামে জমি বন্দোবস্ত করে দেন। ফলে স্থায়ী বাসিন্দারা জমি থেকে বঞ্চিত হন।

বক্তারা দ্রুত বহিরাগতদের নামে বন্দোবস্ত বাতিল করে গরিব ও অসহায়দের মধ্যে জমি পুনর্বণ্টনের দাবি জানান।

  • গলাচিপায় জমি কেলেঙ্কারি: ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন