ব্যারিস্টার মনোয়ার হোসেনের ন্যায়বিচার ও কমিউনিটির প্রতি অবিচল প্রতিশ্রুতি

লেখক: বিদেশ প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

যুক্তরাজ্যের আইন অঙ্গনে একজন প্রভাবশালী ও আদর্শবান ব্যারিস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন। সম্প্রতি লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাঁকে এক বিশেষ সম্মাননায় ভূষিত করেছে, যা তাঁর দীর্ঘ আইনজীবী জীবনের নিষ্ঠা, পেশাদারিত্ব ও কমিউনিটির প্রতি অবদানকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিয়েছে। এই সম্মাননা তাঁর হাতে তুলে দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। ইংরেজিতে লেখা স্বীকৃতিপত্রে বলা হয়, “ন্যায়বিচার ও আইনসেবায় ব্যারিস্টার মনোয়ার হোসেনের অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর পেশাগত সততা, দায়িত্ববোধ এবং কমিউনিটির উন্নয়নে অবিচলতা তাঁকে ব্যতিক্রমধর্মী করে তুলেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনেরা—গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইসহাক চৌধুরী, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের সাবেক সভাপতি ব্যারিস্টার দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা টিভির পরিচালক ও সাংবাদিক এনাম চৌধুরী, এমএইচ ব্যারিস্টারস-এর ব্যারিস্টার ফায়াজ আমিন এবং ব্যারিস্টার সাইমা তাহমিন।
এই সম্মাননা প্রসঙ্গে ব্যারিস্টার মনোয়ার হোসেন নিজের ফেসবুক বার্তায় লেখেন, “আইন পেশায় দীর্ঘদিন যে নিষ্ঠা ও পরিশ্রম করেছি, এই স্বীকৃতি সেই প্রয়াসের ফল। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে। আশা করি, এই সম্মান ভবিষ্যতে অন্যদেরও অনুপ্রাণিত করবে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে।” চট্টগ্রামে জন্মগ্রহণকারী ব্যারিস্টার মনোয়ার ১৯৯৮ সালে লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। এরপর থেকে তিনি ইংল্যান্ডে একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তাঁর বিশেষত্ব শুধু আদালতের দেওয়ালে সীমাবদ্ধ নয়—তিনি মানবাধিকার, অভিবাসন আইন, কমিউনিটি উন্নয়ন এবং জনসচেতনতামূলক আইন বিষয়ক টেলিভিশন অনুষ্ঠানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বাংলাদেশের প্রতিও তাঁর অটুট দায়িত্ববোধ। তিনি দেশে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে যুক্ত থেকেছেন নিয়মিত। আইনগত পরামর্শ, মানবিক সহায়তা, এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি এক ধরনের নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন। উল্লেখ্য, ব্যারিস্টার মনোয়ার হোসেন বর্তমানে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের একজন রূপকার। প্রবাসে থেকেও তিনি চট্টগ্রামের উন্নয়ন, অধিকার আদায়ের আন্দোলন এবং নাগরিক স্বার্থে সোচ্চার কণ্ঠস্বর। চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতি তাঁর এই অকৃত্রিম ভালোবাসা এবং কর্মোগ্রহে আমরা চট্টগ্রামবাসী গভীরভাবে গর্বিত। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি সমগ্র চট্টগ্রামবাসীর সম্মান।
আমরা চট্টগ্রামের পক্ষ থেকে ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেনকে জানাই আন্তরিক অভিনন্দন ও অকুণ্ঠ শুভেচ্ছা। তিনি যেন আরও বড় পরিসরে ন্যায় ও ন্যায্যতার পক্ষে কাজ করতে পারেন—এই আমাদের প্রার্থনা।

  • ব্যারিস্টার মনোয়ার হোসেনের ন্যায়বিচার ও কমিউনিটির প্রতি অবিচল প্রতিশ্রুতি