পীরগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে সার বীজ বিতরণ

লেখক: শেখ সমশের আলী
প্রকাশ: ১ মাস আগে

,মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস কর্তৃপক্ষ এর আয়োজন করেন। পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ২ হাজার ৫শ জন কৃষককে চিহ্নিত করে প্রত্যেক কৃষককে আমন মৌসুমের উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিতরণ কালে সাবেক এমপি ও থানা
বিএনপি সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রকিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ খালিদ মোশারফ, থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, গণমাধ্যম কর্মী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • পীরগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে সার বীজ বিতরণ