চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী: বিশ্বনন্দিত ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ !
চট্টগ্রাম | ৫ জুলাই ২০২৫
দীর্ঘ এক দশকের পথচলার গৌরবময় স্মৃতি নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম এবার আয়োজন করতে যাচ্ছে তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্তি উৎসব। এ উপলক্ষে গতকাল শনিবার (৫ জুলাই) বিকাল ৪টায় চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। সভায় সভাপতিত্ব করেন ফোরামের অন্যতম প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, এবারের পূর্তি উৎসবে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-কে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামে আমন্ত্রণ জানানো হবে। তাঁর উপস্থিতি এই উৎসবকে শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও মর্যাদার আসনে নিয়ে যাবে বলে নেতৃবৃন্দ মত প্রকাশ করেন। এছাড়া, সভায় বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক মো. কামাল উদ্দিন। তিনি বলেন:
“চট্টগ্রাম নাগরিক ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি একটি নৈতিক ও আদর্শিক আন্দোলনের নাম। এই দশ বছরে আমরা চট্টগ্রামের নাগরিক অধিকার, উন্নয়ন এবং সাংস্কৃতিক চেতনার প্রশ্নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পূর্তি উৎসবটি সেই সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠবে।”
সভায় আরও বক্তব্য রাখেন—
মোঃ মনছুর আলম,মেহেরুন নিপা,মোঃ তিতাস,এ.কে.এম ওসমান গনি, সবুজ আচার্য্য, সুলতানা ফরিদা করিম, নুর মোহাম্মদ তালুকদার, আব্দুল কাইয়ুই,আবুল মনছুর,এস.এম মোরশেদ, স.ম. জিয়াউর রহমান, মোহাম্মদ এমরান,মোঃ মাসুদ রানা,আসিস,মোঃ সেলিম উল্লাহ চৌধুরী,কাইছার, মোহাম্মদ নুর, মোঃ মাহবুব, লাভলী দিও, তানিয়া ফারুক, আব্দুল গফুর, মোস্তাফা মানিক।সভায় দুই দিনব্যাপী পূর্তি উৎসবকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটির দায়িত্বে রয়েছেন: ম্যাগাজিন বিষয়ক উপ-কমিটি:চেয়ারম্যান – ব্যারিস্টার মনোয়ার হোসেন,
সহ-চেয়ারম্যান – অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, মহাসচিব – মো. কামাল উদ্দিন। অর্থ বিষয়ক উপ-কমিটি: প্রধান – এ.কে.এম ওসমান গনি। সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি: প্রধান – সুলতানা ফরিদা করিম। পরিবেশ বিষয়ক উপ-কমিটি: প্রধান – মোঃ মাসুদ রানা ও মোঃ এমরান। মানবিক বিষয়ক উপ-কমিটি: প্রধান – আকতার হোসেন। ব্যবসায়িক বিষয়ক উপ-কমিটি:প্রধান – মোঃ জসিম উদ্দিন, নুর মোহাম্মদ তালুকদার ও আসিস।র্যালী বিষয়ক উপ-কমিটি: প্রধান – মোহাম্মদ নুর ও মোঃ তিতাস। নারী বিষয়ক উপ-কমিটি:প্রধান – মেহেরুন নিপা।
শৃঙ্খলা ও আপ্যায়ন বিষয়ক উপ-কমিটি:প্রধান – মোঃ সেলিম উল্লাহ চৌধুরী ও কাইছার। সমন্বয়ক:স.ম. জিয়াউর রহমান। সভায় জানানো হয়, এই উৎসবে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য, নাগরিক সমস্যা ও সম্ভাবনা, সাহিত্য-সংস্কৃতি, জীবনমুখী উন্নয়ন ভাবনা এবং নাগরিক অধিকার নিয়ে নানা কর্মসূচি পালিত হবে। থাকবে আলোচনা সভা, প্রকাশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং চট্টগ্রামের প্রাচীন ও আধুনিক সাংগঠনিক ইতিহাসকে কেন্দ্র করে আলোকচিত্র প্রদর্শনী। চট্টগ্রাম নাগরিক ফোরাম বিশ্বাস করে, ড. মুহাম্মদ ইউনুসের মত একজন আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্বের উপস্থিতি শুধুমাত্র একটি উৎসব নয়, বরং চট্টগ্রামের অধিকার, সম্ভাবনা ও মর্যাদার জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে।
চট্টগ্রাম নাগরিক ফোরাম—চট্টগ্রামের মানুষের কণ্ঠস্বর, অধিকার আদায়ের দৃঢ় প্ল্যাটফর্ম।
দশম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি উদযাপন নয়, এটি নতুন যাত্রার শপথ।