মানবিকতা ও বিনয়ের প্রতিচ্ছবি:একজন ডা. হাশমত আলী মিয়া ও একটি বইয়ের গল্প
চট্টগ্রামের চিকিৎসা অঙ্গনের এক উজ্জ্বল ও মানবিক মুখ ডা. হাশমত আলী মিয়া এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি), এফসিপিএস (সার্জারি)— যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের রেজিস্ট্রার হিসেবে অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সেইসাথে তিনি ম্যাক্স ডায়াগনস্টিক লিমিটেড, মেহেদীবাগের একজন অভিজ্ঞ জেনারেল, এন্ডোল্যাপারোস্কপিক সার্জন ও ইউরোলজি বিশেষজ্ঞ হিসেবেও রোগীদের সেবায় নিয়োজিত।
গতকাল আমি আমার লেখা বই “সাংবাদিক ও সংবাদপত্রের কথা” তাঁর হাতে তুলে দেওয়ার সৌভাগ্য লাভ করি। চিকিৎসা-পরামর্শের মাঝখানে সময় বের করে তিনি অত্যন্ত বিনয়ের সাথে বইটি গ্রহণ করেন, যা একজন সত্যিকারের জ্ঞানপিপাসু ও মননশীল মানুষের পরিচায়ক। বইটি হাতে নিয়ে তিনি বলেন,
“চিকিৎসকদের যেমন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় পড়তে হয়, তেমনি সাংবাদিকদেরও পড়াশোনার বিকল্প নেই। এই বইটি গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ও দরকারি একটি গ্রন্থ।”
ডা. হাশমত আলী মিয়া আমার লেখালেখির নিয়মিত পাঠক। তিনি জানালেন, পেশাগত ব্যস্ততা থাকলেও তিনি সমাজ, দেশ ও গণমাধ্যম নিয়ে লেখা যেকোনো লেখায় আগ্রহী এবং তার মনের ভিতরে রয়েছে দেশ ও সমাজ উন্নয়নের এক অদম্য প্রত্যয়। তাঁর কথা ও ব্যবহারে ফুটে উঠল এক আলোকিত মননের মানুষ যিনি শুধু একজন চিকিৎসক নন, একজন সচেতন নাগরিকও বটে।
তিনি চিকিৎসা পেশাকে কেবল একটি পেশা নয়, বরং একটি মানবিক দায়িত্ব মনে করেন। প্রাইভেট সেক্টরে কর্মরত থাকলেও গরিব রোগীদের তিনি প্রাইভেট হাসপাতালের বেশি খরচে নয়, বরং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে “কম খরচে” চিকিৎসা নিতে পরামর্শ দেন এবং নিজে থেকে প্রয়োজনীয় সহযোগিতাও করেন। এমনকি যেসব রোগীর অর্থনৈতিক সামর্থ্য নেই, তাদের জন্য সরকারি হাসপাতালে সেবা পাওয়ার সুযোগ করে দিতে সদা সচেষ্ট থাকেন।
তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব-এর দক্ষ পরিচালনায় হাসপাতালের চিকিৎসা সেবার মান উল্লেখযোগ্য ভাবে বেড়েছে, যা চিকিৎসা গ্রহণকারী সাধারণ জনগণের জন্য আশার আলো। ডা. হাশমত আলী মিয়া একজন আদর্শ চিকিৎসক, যাঁর বিনয়, আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আজকের সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত। রোগীসেবার পাশাপাশি জ্ঞানচর্চার প্রতি তাঁর আন্তরিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ী।
আমি তাঁর এই বিনীত আচরণ, জ্ঞানভিত্তিক মানসিকতা এবং রোগীর প্রতি দায়বদ্ধ মনোভাবের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময়ের একজন আদর্শ চিকিৎসক হিসেবে তিনি আমাদের জন্য গর্বের বিষয়।
লেখক: “সাংবাদিক ও সংবাদপত্রের কথা” মহাসচিব- চট্টগ্রাম নাগরিক ফোরাম সাংবাদিক ও কলাম লেখক, চট্টগ্রাম।